সাপাহারে আবারো ঘর পাচ্ছেন ৮১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবার

0 ৭১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) “ক” শ্রেণীর আরও ৮১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তান্তর করা হবে। মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ইউএনও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০টায় সারাদেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) “ক” শ্রেণীর গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

এ পর্যায়ে সাপাহার উপজেলায়ও ৮১ টি “ক” শ্রেণীর গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান করা হবে। এসময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার ও সহকারী প্রোগ্রামার মোস্তাকিম বিল্লাহ্ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.