মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ১৫ পিস নেশাজাতীয় টাপেন্টা ট্যাবলেট সহ আরিফ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আরিফ উপজেলা সদর ইউনিয়নের চৌধুরীপাড়ার মৃত বেদারুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
এজাহারের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, রবিবার (১লা আগষ্ট) বেলা সাড়ে ১০টার দিকে সদরের উর্মি হোটেলের রন্ধনশালার সামনে আরিফ নেশাজাতীয় টাপেন্টা ট্যাবলেট বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায়।
এসময় মাদক ব্যাবসায়ী আরিফকে ১৫পিস টাপেন্টা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করে। ঘটনার দিন আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হয়েছে বলেও জানান তিনি।