সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ

0 ২২৮
সাপাহার (নওগাঁ) প্র‌তি‌নি‌ধি: নওগাঁর সাপাহা‌রে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে  উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে কৃ‌ষি সম্প্রসারন অ‌ধিদপ্ত‌রের বস্তবায়নে  ২০২২ -২০২৩ অর্থ বছ‌রে উচ্চ ফলনশীল (উফ‌শী) আউশ ধা‌ন উৎপাদন বৃদ্ধির ল‌ক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি,শামসুন্নাহার সুমি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ সুবিধাভোগী কৃষকগণ।
কৃ‌ষি প্র‌ণোদনা কর্মসূ‌চির আওতায় ১ হাজার ৯শ’ ৩৫ জন কৃষ‌কের মা‌ঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএ‌পি, ১০ কেজি এমও‌পি রাসায়‌নিক স‌ার বিতর‌ণ করা হ‌য়।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com