সাপাহারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

0 ১২৯

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবারের সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ।

এছাড়াও উপজেলা ভূমি অফিসার শারমিন জাহান (লুনা) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ ওমর আলী সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.