সাবেক এমপি লালু প্রদত্ত গাবতলী রামেশ্বরপুরে ক্ষতিগ্রস্থ ছাত্রদল নেতা রাশেদ’কে নগদ অর্থ প্রদান

0 ৩৬৯

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু প্রদত্ত নগদ অর্থ গতকাল বৃহস্পতিবার (২১শে জানুয়ারী) বগুড়ার গাবতলী রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদল এর সদস্য সচিব ক্ষতিগ্রস্থ রাশেদুল ইসলাম রাশেদ’কে অর্থ প্রদান করেন স্থানীয় বিএনপি ও যুব-ছাত্রদল নেতৃবৃন্দ।

 

এ সময় উপস্থিত ছিলেন রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন, গাবতলী থানা যুবদল সাবেক যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি ও যুবদল নেতা শাহীনুর রহমান শাহীন, গাবতলী থানা ছাত্রদল নেতা মোতাছিন বিল্লা মুন, মাহমুদুল হাসান মোহন, বিপ্লব মিয়া, আল আমিন, সাখিল, তৌহিদ, মেহেদী, জাহিদ, রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদল যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান সোহাগ ও রবিউল করিম, সদস্য আব্দুল মোমিন, ছাত্রদল নেতা রুবেল, রিপন ও আকাশ প্রমূখ।

উল্লেখ, রামেশ্বরপুর পাঁচকাতুলী নয়াপাড়া গ্রামে ইউনিয়ন ছাত্রদল সদস্য সচিব সদ্য কারামুক্ত রাশেদুল ইসলাম রাশেদ এর বসত বাড়ীতে গত ১১জানুয়ারী ২১ইং (সোমবার) রাঁতে কে বা কাহারা সিএনজি পরিবহনে আগুন লাগিয়ে দেয় এতে ব্যাপক ক্ষতিসাধিত হয়।

 

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com