রাজশাহী অফিস : নাসিরনগরসহ দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনীতি এগিয়ে নাও, বেকার যুবকদের কর্মসংস্থানের নিশ্চয়তা চাই, জাতীয় সম্পদ রক্ষা করো স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে মানববন্ধন করেছে মহানগর যুবমৈত্রী। মঙ্গলবার বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুবমেত্রী মহানরগর শাখার সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেক বকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, রাজশাহী মহিলা সমিতির সভানেত্রী কল্পনা রায়, যুবমৈত্রী মহানগর সাংগঠনিক সম্পাদক তৌহিদ উদ্দিন বিদ্যুৎ প্রমুখ।