এম.তাজুল ইসলাম (সারিয়াকান্দি) বগুড়া: “ছড়িয়ে দাও কোরআনের বাণী” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিভাবে পবিত্র কোরআন তেলোয়াত পতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এ্যান্ড ক্লাব মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচীর এর আয়োজন করেন সারিয়াকান্দি মানব কল্যাণ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিযোগিতায় হেফজ্, নাজরানা ও সাধারণ শাখায় প্রথম স্থান অর্জনকারী তিনজন বিজয়ীকে বাই সাইকেল প্রদান সহ সর্বমোট ৭২জন প্রতিযোগিকে শান্তনামূলক পুরষ্কার প্রদান করা হয়।
সন্ধায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন বরেণ্য অতিথি, মোঃ বদিউজ্জামান বদি। বিশেষ অতিথি ছিলেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম। এসময় মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ লিটন দাস, রফিকুল ইসলাম সহ বিভিন্ন ক্বওমী মাদ্রাসা এবং মাদ্রাসার শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পৃষ্টপষকতায় ছিলেন, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি। স্বেচ্ছাসেবী সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ। আগামীতে এ ধারা অব্যাহত থাকতে সকলের সহযোগীতা কামনা করেছেন সংগঠনের নেত্রীবৃন্দ।