এম. তাজুল ইসলাম (সারিয়াকান্দি) বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে সাফল্য মাল্টিমিডিয়া স্কুলের মাসিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুকুল হোসেনের সভাপতিত্বে, বক্তব্য রাখেন, বিদ্যালয়ের নির্বাহী পরিচালক ও সাফল্য বহুমুখী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ জুয়েল আলম।
বিদ্যালয়ের সভাপতি ও সাফল্য বহুমুখী যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আশাদুল ইসলাম এরশাদ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম সরকার, সহকারী শিক্ষক সেলিনা আক্তার। এসময় লেখাপড়ার মানউন্নয়ন ও সন্তুষ্টির উপর অভিভাবকরা বক্তব্য রাখেন।