সালাহ এখন বিশ্বসেরা : জেরার্ড

0 ৬৫২

খেলাধুলা অনলাইন ডেস্ক : অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমার বিপক্ষে লিভারপুলের ৫-২ গোলের জয়ে বড় অবদান রাখেন দারুণ ছন্দে থাকা মোহাম্মদ সালাহ। প্রথমার্ধে জোড়া গোল করা মিশরের এই খেলোয়াড় বিরতির পর একটি করে গোল করান সাদিও মানে ও রবের্তো ফিরমিনোকে দিয়ে।

আর তাই ক্রিস্তিয়ানো রোনালদো বা লিওনের মেসি নয়, লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহকে এ মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে দেখছেন ক্লাবটির সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড।

লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে ১০ গোল করলেন এবারের মৌসুমে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া সালাহ। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে করেছেন ৪৩ গোল।

২৫ বছর বয়সী সালাহর প্রশংসা করে বিটি স্পোর্টকে জেরার্ড বলেন,‘ সে তার জীবনের সেরা ফর্মে আছে। তাকে রোনালদো ও মেসিদের সঙ্গে তুলনা করাটা কঠিন। কারণ তারা দীর্ঘ সময় ধরে এমনটা করেছে।  তারা বছরের পর বছর ধরে ধারাবাহিক। তবে কোনো সন্দেহ নেই যে সালাহ এই মুহূর্তে এই গ্রহের সেরা খেলোয়াড়।’

আগামী বুধবার শেষ চারের ফিরতি লেগে রোমার মাঠে খেলতে যাবে মোহাম্মদ সালাহ’র লিভারপুল।

ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.