সিংহের সঙ্গেই থাকবেন সুয়ারেজ-সোফিয়া
খেলাধুলা ডেস্ক : আপাতত বার্সেলোনার জার্সি ছেড়ে জাতীয় দলের হয়ে খেলবেন লুইস সুয়ারেজ৷ইকুয়েডর ও চিলির বিরুদ্ধে মাঠে নামবেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার৷জাতীয় দলের বিমান ধরার আগেই ট্যাটুতে মাতলেন সুয়ারেজ ও তাঁর স্ত্রী সোফিয়া বালবি৷বার্সার স্ট্রাইকার তর্জনীতে সিংহের মুখের ট্যাটু করালেন৷ডেলফিনা ও বেনজামিনের মা সিংহীর ট্যাটু করালেন মধ্যমায়৷ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করলেন সুয়ারেজ৷বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাভানি আর সুয়ারেজের যুগলবন্দির দিকেই তাকিয়ে থাকবে উরুগুয়ের ফ্যানেরা৷