সিংড়ায় নির্যাতনের শিকার গৃহবধু যন্ত্রনায় কাতরাচ্ছে

0 ১,২৫৫

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় প্রতিবেশি হাসান আলীর লালসার শিকার গৃহবধু শেফালী বেওয়া (৩৫) বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছে। গৃহবধু উপজেলার বজরাহার গ্রামের মৃত ফটিকের স্ত্রী। এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোকাম নাটোরের বিশেষ ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বজরাহার গ্রামের আবুল কালামের পুত্র হাসান আলী গৃহবধু শেফালী বেওয়াকে প্রায়ই উত্যক্ত করত, কুপ্রস্তাব দিত। ঘটনার দিন গত ৫ মার্চ সকালে কেউ না থাকার সুযোগে হাসান ওই গৃহবধুর ঘরে প্রবেশ করে জোড়পূর্বক তাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় চিৎকার দিলে ধস্তাধস্তির এক পর্যায় হাসান গৃহবধুর পেটে ও বিভিন্ন স্থানে লাঠি মারে। পরে প্রতিবেশিরা এগিয়ে আসলে হাসান পালিয়ে যায়।
এঘটনার গুরুতর জখম অবস্থায় শেফালীকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.