সিন্ধুর সেমিফাইনালে যাওয়া নিয়ে ধোঁয়াশা

0 ১,০৫২

sindhu-semifinalখেলাধুলা ডেস্ক : কেরিয়ারে এই প্রথম দুবাই সুপার সিরিজ খেলছেন পিভি সিন্ধু৷জাপানের আকানে ইয়ামাগুচি ১২-২১, ২১-৮ ও ২১-১৫ সেটে ধরাশায়ী করেই টুর্নামেন্ট শুরু করেন৷কিন্তু দ্বিতীয় ম্যাচেই বিশ্বের ছ’নম্বর সান ইউর কাছে হেরে গেলেন তিনি৷চিনা প্রতিদ্বন্দ্বীর পক্ষে ফল ১৫-২১, ১৭-২১৷এই ম্যাচে হারাই কিন্তু কার্যত সিন্ধুর বিদায় ঘণ্টা বাজিয়ে দিতে চলেছে৷দেশের রুপো জয়ী অলিম্পিক কন্যার এখন শেষ চারে যাওয়া নিয়ে প্রবল ধোঁয়াশা৷পরের ম্যাচেই সিন্ধুকে খেলতে হবে ক্যারোলিন মারিনের সঙ্গে৷এই মারিনের কাছেই রিওতে সোনা খোয়ান গোপীচাঁদের ছাত্রী৷স্প্যানিশ প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারলেই শেষ চারে যেতে পারবেন সিন্ধু৷কিন্তু বিধ্বংসী মারিনকে হারানো মোটেই সহজ হবে না৷এখন দেখার সিন্ধুর ভাগ্যে কী অপেক্ষা করে আছে৷সিন্ধু কি পারবেন জয় ছিনিয়ে আনতে? এটাই লাখ টাকার প্রশ্ন৷

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com