সিরাজগঞ্জে দুশো বছরের পুরনো ৩২ রৌপ্যমুদ্রা উদ্ধার

0 ৫৮২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করতেই বেরিয়ে এলো দুশো বছরের পুরনো ৩২টি রৌপ্য মুদ্রা।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম।

তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে উল্লাপাড়া পৌর এলাকার ৪নং ওয়ার্ডের নিশিপাড়া, উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার জনৈক বাবুল মৃধার বাড়িতে বিল্ডিং নির্মাণের জন্য মাটি খনন কাজ করছিলেন ৪ শ্রমিক। খননের সময় মাটির নীচ থেকে রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২টি প্রাচীন রৌপ্যমুদ্রা বেরিয়ে আসলে শ্রমিকরা সেগুলো ভাগভাগি করে নিয়ে যায়। পরবর্তীতে শ্রমিকরা মুদ্রাগুলো বিক্রির চেষ্টা করতে থাকলে পুলিশ বিষয়টি জানতে পারে। বুধবার রাতে শ্রমিকদের কাছ থেকে ওই মুদ্রাগুলো উদ্ধার করে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মুদ্রাগুলো রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ১৮০০ খ্রীস্টাব্দের। এগুলোর মধ্যে ৩ টির গায়ে ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি ও ২৯টির গায়ে ওয়ান রুপি ইন্ডিয়া লেখা রয়েছে। উদ্ধার হওয়া মুদ্রাগুলো প্রত্নতাত্ত্বিক বিভাগের সাথে যোগাযোগ করে আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.