সিরাজগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২২৪

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ নিমূল এবং  পারিবারিক নির্যাতন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিবার( ৩ জুলাই)  বেলা ১১ টায় সিরাজগঞ্জ  সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন  ও  মহিলা  বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও  মাশুকাতে রাব্বি এর সভাপতিত্বে এবং  কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা সঞ্চালনায় আয়োজিত  মতবিনিময় সভা প্রধান  অতিথি বক্তব্য  রাখেন , সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

বিশেষ  অতিথি  বক্তব্য  রাখেন ,সদর উপজেলা  পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এস এম নাসিম  রেজা  নুর দিপু, মহিলা ভাইস  চেয়ারম্যান  অধ্যাপিকা হাসনা হেনা, সাবেক সহ  সভাপতি মোস্তফা কামাল খান, সাবেক  তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক  মোঃ আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সজল প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

সভায় বক্তারা বলেন, সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় এখন মাদকের ছড়াছড়ি ছিল। তা অনেকাংশে কমে গেছে। মাদক পুরোপুরি নির্মূলে সকলকে সচেতন হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে।

এসময় সদর উপজেলা আ’লীগের সভাপতি আবদুল হাকিম,  সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম, সদর থানার ওসি মোঃ নজরুল ইসলাম, উপ-পরিচালক কার্যালয় মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ, অফিস সহকারী শ্রীধাম চন্দ্রশীল, ক্রেডিট সুপার ভাইজার মোঃ বাবুল আকতার, আবু হাসিব মল্লিক, প্রশিক্ষক ফাহমিদা খাতুন বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

Comments are closed.