সিরিজ থেকে ছিটকে গেলেন স্টেইন

0 ৫৯২

খেলাধুলা ডেস্ক : আবারো ইনজুরিতে পড়ে চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইন। কাঁধের চোটে দীর্ধ এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি।
মাঠে ফিরে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই আবারো ইনজুরিতে পড়লেন তিনি। বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়া কেপটাউনের টেস্ট ম্যাচটিতে আর বোলিং করতে পারছেন না স্টেইন। এমনকি বাকি সিরিজেই সম্ভবত আর খেলতে পারবেন না তিনি।
শনিবার টেস্টের দ্বিতীয় দিন নিজের ১৮তম ওভারের চতুর্থ বল করার সময় চোট পান স্টেইন। ফলে ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হয় তাকে। পরে ওভারের শেষ তিন বল করেন ভারনন ফিল্যান্ডার।
দ্রুতই স্টেইনের গোড়ালিতে স্ক্যান করানোর জন্য পাঠানো হয়। স্ক্যানের পর জানা গেছে, তার গোড়ালির একটি টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।
দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার ও চিকিৎসক মোহাম্মদ মোসাজি বলেছেন, ‘বোঝা যাচ্ছে সে হতাশ, তবে সে যত দ্রুত সম্ভব সেরে ওঠার চেষ্টা করবে। আপনারা দেখেছেন সে মাঠে নিজেকে কতটা উপভোগ করেছে। সাধারণত গুরুত্বপূর্ণ টিস্যু ক্ষতিগ্রস্ত হলে সেরে উঠতে বিশ্রাম প্রয়োজন।’
উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে কাঁধে চোট পেয়েছিলেন স্টেইন। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.