সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0 ১,২৩২

সিলেট প্রতিনিধি: সিলেটে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে জেলার আলাদা আলাদা স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, মৌলভীবাজারের জুড়ি উপজেলার জাঙ্গিরাই গ্রামের মোস্তফা কামালের স্ত্রী নাজিয়া আক্তার নাজু (৩০) ও নগরীর চামেলীবাগ এলাকার ইরেশ দাসের ছেলে এমসি কলেজের ছাত্র নয়ন দাস (২৭)।

জানা গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার জলকরকান্দি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা সংঘর্ষে নাজিয়া নামে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সন্তান আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, দুই সন্তান নিয়ে কুলাউড়া থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি এলাকায় বিপরীতগামী একটি লেগুনা তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এত ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়।

অপরদিকে সিলেট নগরীর টিলাগড়ে সড়ক দুর্ঘটনায় এমসি কলেজের ছাত্র নয়ন দাস নিহত হয়েছেন। তিনি এমসি কলেজের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১১ টার দিকে টিলাগড় পয়েন্টের স্পিটব্রেকার ক্রসিংয়ের এ দুর্ঘটনা ঘটে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বালুচর এলাকা থেকে টিলাগড়গামী প্রাইভেট কারটি অত্যন্ত দ্রুতবেগে চালাচ্ছিলেন চালক। সম্ভবত ওই বেপরোয়া গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন নয়ন দাস। আহতবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়া গাড়িতে থাকা নয়নের চার সহপাঠি গুরুতর আহত হয়েছে। পুলিশ প্রাইভেটকারটি জব্দ করেছে।

Leave A Reply

Your email address will not be published.