সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি – প্রধানমন্ত্রী

0 ৮১৬

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় সুরঞ্জিত সেনগুপ্তর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তার (সুরঞ্জিত সেনগুপ্ত) মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। এক বিরাট শূন্যতা তৈরি হলো।

তিনি বলেন, তার মৃত্যুতে দেশ এক নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারাল, আর আওয়ামী লীগ হারাল দলের একজন নিবেদিতপ্রাণ নেতাকে। ’

শেখ হাসিনা সংসদীয় গণতন্ত্র শক্তিশালী ও সুসংহত করতে সুরঞ্জিত সেনগুপ্তর অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, সুরঞ্জিত দেশের প্রথম সংবিধান রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, তার এই মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সংসদ সদস্যকে হারাল।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে আজ ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পরলোক গমন করেন।ভিনিউজ।

Leave A Reply

Your email address will not be published.