সূর্যের দেখা নেই লালমনিরহাটে, জনজীবন বিপর্যস্ত

0 ১,৯৬৭

উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দেড় সপ্তাহ ধরে ঘন কুয়াশার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় শীতে কাঁপছে জেলার কয়েক লাখ মানুষ। প্রতিনিয়ত শীতের তীব্রতা সহ্যের বাইরে চলে যাচ্ছে। গত শুক্র, শনি ও রোববার সূর্যের দেখা মেলেনি এ জেলায়।

ঘন কুয়াশার কারণে জেলার যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যতই দিন যাচ্ছে ততই শীতের তীব্রতা বাড়ছে। প্রচণ্ড শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, কোল্ড এলার্জি ও ডায়রিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে তিস্তা-ধরলা নদীর চরাঞ্চলের লোকজন। শীতের কারণে বিপাকে পড়েছে দিনমজুর শ্রেণির লোকজন। শীতের কারণে বাইরে কাজ করতে যেতে না পাওয়ায় তাদের ঘরে খাবার সংকট দেখা দিয়েছে।

অন্যদিকে শীতবস্ত্রের অভাবে কষ্ট করছে। জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে না করতেই শীতের তীব্রতা দেখা দেয়ায় যেন শীত ‘মরার উপর খরার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।

Leave A Reply

Your email address will not be published.