উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দেড় সপ্তাহ ধরে ঘন কুয়াশার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় শীতে কাঁপছে জেলার কয়েক লাখ মানুষ। প্রতিনিয়ত শীতের তীব্রতা সহ্যের বাইরে চলে যাচ্ছে। গত শুক্র, শনি ও রোববার সূর্যের দেখা মেলেনি এ জেলায়।
অন্যদিকে শীতবস্ত্রের অভাবে কষ্ট করছে। জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে না করতেই শীতের তীব্রতা দেখা দেয়ায় যেন শীত ‘মরার উপর খরার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।