আলমগীর, বিনোদন : সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে গতকাল বুধবার ঢাকা ছেড়ে কলকাতা গিয়েছেন শাহেদ। চলতি সপ্তাহে ভারতের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে বলে জানা যায়।
এ প্রসঙ্গে শাহেদ বলেন, “অনেক দিন আগে রিংগোর পরিচালনায় কাজ করেছি। এরপরে বলা চলে অনেক দিন আগেই ‘সেনাপতি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। তবে শুটিং শুরুর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় এতদিন খবরটি বলা হয়নি।”
ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন শাহেদ শরীফ। এবার টলিউড অভিনেত্রী রিয়া সেনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তিনি।
‘সেনাপতি’ শিরোনামের এ সিনেমাটির মাধ্যমে টলিউডের সিনেমায় পা রাখছেন তিনি। রিংগো ব্যানার্জির পরিচালনায় এ সিনেমায় শাহেদ-রিয়ার সঙ্গে আরো অভিনয় করবেন কলকাতার নায়ক পরমব্রত।
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন সর্বশেষ ঢালিউডের ‘হিরো ৪২০’ শিরোনামের সিনেমায় কাজ করেছেন। এদিকে কলকতার পরিচালক রিংগো ব্যানার্জি অভিনেত্রী শমী কায়সারকে বিয়ে করে একটা সময় ঢাকার মিডিয়ায় বেশ আলোচিত হন। সে সময় ঢাকায় বেশ কিছু নাটক, মিউজিক ভিডিও আর বিজ্ঞাপন নির্মাণ করে জনপ্রিয়তাও পেয়েছিলেন।