সেনেগালে গুলি ও শিরচ্ছেদে ১৩ জনকে হত্যা

0 ৬৫৬

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাতপূর্ণ সেনেগালের দক্ষিণে কাসামানস এলাকায় এক হামলায় ১৩ জন নিহত হয়েছেন। লাশ দেখে হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, কয়েকজনকে গুলি করে ও অন্যদের শিরশ্ছেদ করা হয়েছে।

নিহতরা সবাই তরুণ বলেও জানিয়েছে তারা। এ হামলা কে বা কারা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। রবিবার (০৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে এ খবর প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, সরকারের সঙ্গে কাসামানসের ডেমোক্র্যাটিক বাহিনীর (এমএফডিসি) দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে। কাসামানসের এমএফডিসি অনেক দিন ধরে স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। আর একে কেন্দ্র করে কয়েক হাজার লোক নিহত হয়েছে।

সেনেগালের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি এমএফডিসির দুই সদস্য কারাগার থেকে মুক্তি পেয়েছে। এই ঘটনার সঙ্গে তাদের যোগসূত্র থাকতে পারে।

তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, কাঠ সংগ্রহের সময় ওই তরুণদের ওপর হামলা চালায় এমএফডিসির প্রতিপক্ষরা।

Leave A Reply

Your email address will not be published.