সোনার চামচ-বাটিতে সন্তানের মুখেভাত, রাজ-পরীর অতিথি পথশিশুরা

0 ২৪৭
রাজ্যের মুখেভাতের অনুষ্ঠান। ছবি : পরীর ফেসবুক থেকে নেওয়া

তারকা দম্পতি শরিফুল রাজ ও পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের মুখেভাতের অনুষ্ঠান করেছে ভালোবাসা দিবস ও বসন্তের দিনে। মুখেভাত উপলক্ষে সোনার চামচ-বাটি কেনার কথা আগেই জানিয়েছিলেন নায়িকা।

পরী জানিয়েছেন বাড়ির ছাদেই সন্তানের মুখেভাতের অনুষ্ঠান হয়েছে। বেশ কয়েকজন ঘনিষ্ঠজন ছাড়া অতিথি ছিল পথশিশুরা।

মুখেভাত উপলক্ষে সোনার চামচ-বাটি কেনা প্রসঙ্গে আগে পরী বলেছিলেন, ‘বাসায় এসে সবাই বলেন, রাজ্য সোনার চামচ মুখে নিয়ে পৃথিবীতে এসেছে। হয়তো সবাই রাজ্যকে ভালোবাসে বলেই এভাবে বলেন। আমরা মজা করে এসব আয়োজন করেছি। ছয় মাস পূর্ণ হওয়ার দিন রাজ্যের মুখে এই চামচে ভাত তুলে দেব। আমি মনে করি, মা–বাবার রাজ্যে প্রতিটি সন্তানই রাজা। আমরা ভাগ্যবান, আমাদের ঘরে এত সুন্দর একটা রাজা পেয়েছি।’

Leave A Reply

Your email address will not be published.