ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সোনার বাংলা সংগীত নিকেতনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী বিকেল ৪ টায় শিমুলতলী সেতু সংলগ্ন বন বাগানে সুনাগরিক গঠনে শিক্ষকের ভূমিকা ও টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা সভা সোনার বাংলা সংগীত নিকেতনের পরিচালক জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় একজন সু-নাগরিকের দায়িত্ব কর্তব্য ও টেকসই উন্নয়ন বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা জজকোর্টের আইনজীবি এডভোকেট মামুনুর রশীদ, এডভোকেট মাসুদুর রহমান (প্রান্ত), বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, চিরিপাড়ের যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি আবাবিল মাহমুদ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সঞ্চালক ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনার বাংলা সংগীত নিকেতনের প্রশিক্ষক লুৎফর রহমান, মাস্টার বিমল চন্দ্র মাহাতো, রুহুল আমিন, নারায়ন সরেন, সহকারী প্রশিক্ষক রবিউল ইসলাম জিয়া, মেহেদী মাসুদ জুয়েল, প্রধান তবলচি সন্তোষ কুমার পাল, তবলচি সুনিল বাস্কে, সংগীত শিল্পী মাহফুজ হোসেন, মেহেদী হাসান, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম,ফিরোজ হোসেন, প্রেস ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সাংবাদিক নুরুল ইসলাম, আব্দুল্লাহেল বাকী, পাস্কায়েল হেমরম, গাউছুল আজম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম, ইমতিয়াজ আহমেদসহ বিভিন্ন শিল্পীবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।