সোনা হারানোর আক্ষেপ ভূলতে পারছেন না সিন্ধু

0 ১,২২৫

খেলাধুলা ডেস্ক : তিনবারের চেষ্টাতেও সোনা হাত লাগেনি পিভি সিন্ধুর৷ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জয় থেকে এক ধাপ দূরে থেমে গেলেন ভারতের রুপোলি মেয়ে৷ রিও অলিম্পিকের পর আরও একবার সোনা হাতছাড়া হল হায়দরাবাদির৷ রবিবার ওকোহারার বিরুদ্ধে ১১০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে হার মানেন তিনি৷ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে প্রথমবারের জন্য কোর্টেই কেঁদে ফেলেছিলেন সিন্ধু৷ পরে তিনি বলেন সোনা হারানোর অনুভূতি সবসময় আমাকে তাড়া করবে৷

রিও অলিম্পিকে রুপো জিতেছিলেন সিন্ধু৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিততে বদ্ধপরিকর ছিলেন তিনি৷ কিন্তু ফাইনালে ভাগ্য সঙ্গ দেয়নি তাঁর৷ রবিবারে ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন,‘ ম্যাচটা যে কেউ জিতে পারতো৷ তবে ম্যাচ জিততে না পারায় আমি হতাশ৷ তবে তৃতীয় গেমে ২০-২০ অবস্থা থেকে হেরে যাওয়া টা আমাকে বেশি কষ্ট দিচ্ছে৷’ ওকুহারা সম্পর্কে সিন্ধু বলেন,‘ও খুব শক্ত প্রতিদ্বন্দ্বী৷ ও লম্বা র‍্যালির জন্য তৈরি হয়ে নেমেছিল৷’

Leave A Reply

Your email address will not be published.