সৌদি বাদশাহর ‘রাজকীয় অতিথি’ হয়ে হজ্ব পালনে যাচ্ছেন খালেদা

0 ১,০১৬

khaledaবিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : পবিত্র হজ্ব পালনের উদ্দেশে বুধবার সন্ধ্যায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে দেশের বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে সাবেক এ প্রধানমন্ত্রী হজ্ব পালন করবেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ঢাকা থেকে খালেদা জিয়ার ভাইয়ের পরিবারের সদস্যরা তার সঙ্গে যেতে পারেন।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি লন্ডন থেকে সৌদি আসতে পারেন।

তবে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের সৌদি আসার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।

দলের একটি সূত্র জানায়, ৫ সেপ্টেম্বর হজ্ব পালনের উদ্দেশে সৌদি যাওয়ার কথা থাকলেও পরে শনিবার তা পেছানো হয়।

খালেদা জিয়ার সঙ্গে সৌদিতে কারা যাবেন বা লন্ডন থেকে কে কে আসবে তা রোববার চূড়ান্ত হবে।

চলতি হজ মৌসুমে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ৬০টি দেশ থেকে মোট ১৪শ মুসলিমকে হজ পালনের জন্য রাজকীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন দুই হারাম শরিফের খাদেম সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

জানা যায়, দুই পবিত্র মসজিদের অতিথি হিসেবে হজ পালনের সৌদি আরবের এই প্রোগ্রামের মাধ্যমে এ পর্যন্ত ২৪ হাজার মুসলিম হজ সম্পন্ন করেছেন এবং এটি একটি চলমান প্রক্রিয়া।

লেটেস্টবিডিনিউজ

Leave A Reply

Your email address will not be published.