সৌরভ গাঙ্গুলীকে নিজের জার্সি উপহার দিলেন ম্যারাডোনা
খেলাধুলা ডেস্ক : একজন ২২ গজের ‘মহারাজ’; অন্যজন বিশ্ব ফুটবলের রাজপুত্র। কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলীর জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। জাতীয় দলের বিখ্যাত ১০ নম্বর নীল–সাদা জার্সিতে সাক্ষর করেন ম্যারাডোনা। সাক্ষরের নীচে লেখা ‘দিয়েগো ১’। এরপর তা পাঠিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলিকে।
বছর তিনেক আগেও সৌরভকে নিজের সাক্ষর সম্বলিত জার্সি উপহার দিয়েছিলেন ম্যারাডোনা। এই উপহার সেবার বহন করে নিয়ে এসেছিলেন আরকে লিজেন্ড সুনীল গাভাস্কার। এবার ২০১৭ সালে ভারতে ম্যারাডোনার সম্ভাব্য সফরসূচি নিয়ে আলোচনা করতে বুয়েনস আয়ার্সে গিয়েছিলেন ‘মকস স্পোর্টসের’ কর্মকর্তারা। সেই আলোচনায়, বাইশ গজে সৌরভের কৃতিত্বের পাশাপাশি কলকাতার ডার্বি, আইএসএল প্রসঙ্গও উঠে আসে।
তাদের মাধ্যমেই এবার ম্যারাডোনার সাক্ষর করা জার্সি আসে সৌরভের জন্য। ভারত সফরে এলে সৌরভের সঙ্গে দেখা করার ইচ্ছাও পোষণ করেছেন ম্যারাডোনা। উদ্যোক্তাদের পক্ষ থেকে শতদ্রু দত্ত বলেন, “দাদার সঙ্গে ফোনে কথা বলব। যেদিন সময় দেবেন জার্সিটা তুলে দেব। “