স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে

0 ৩৫৫

স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ভ্যাকসিন দেয়ার বয়সসীমা আরও কমানো হবে, যদি আরও ভ্যাকসিন আনা সম্ভব হয়। তখন শিক্ষার্থীদের টিকা দেয়ার শিডিউলের বিষয়টিও ভেবে দেখা হবে।

বুধবার (৩ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের এই কথা জানান তিনি।

তিনি আরও বলেন, বিদেশি নাগরিক, সরকারি কর্মচারী, বিভিন্ন পোর্টে যারা কাজ করেন, তাদের ভ্যাকসিন দেয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী টিকা পাবেন বিদেশিরা। এখন পর্যন্ত ৩৩ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এছাড়া আরও ৪৫ লাখ মানুষ ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছেন বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাইয়ের মধ্যে চার কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়া অন্য দেশ থেকেও টিকা আনার জন্য আলোচনা চলছে।

Leave A Reply

Your email address will not be published.