স্বপ্নভঙ্গ পাকিস্তানের, টিকে গেল টাইগাররা

0 ১,৬৪৫

খেলাধুলা ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকানোর স্বপ্ন ভেস্তে গেল পাকিস্তানের। হাফিজ-সারফরাজদের এই হারের ফলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার পথে আরও এগিয়ে গেল টাইগাররা। অর্থাৎ র‍্যাঙ্কিংয় টেবিলে সাত নম্বরেই থাকছে টাইগাররা।

ক্যারিবীয়দের এ জয়ের মধ্যদিয়ে নিশ্চিত হয়েছে, এ সিরিজে অন্তত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তান বাংলাদেশকে টপকে যেতে পারছে না। আইসিসি র‌্যাংকিংয়ের সাত, আট ও নয়ের পরিবর্তনের আশঙ্কা আছে এ সিরিজে। তবে নবম স্থানে থাকা ক্যারিবীয়রা প্রথম ম্যাচ জিতে যাওয়ায় টিকে গেল বাংলাদেশের সপ্তম স্থান।

বর্তমানে মাশরাফিদের রেটিং পয়েন্ট ৯২, আর অষ্টম স্থানে থাকা পাকিস্তানের ৮৯। সিরিজের তিনটি ম্যাচই জিতলে পাকিস্তানের রেটিং পয়েন্ট হয়ে যেত বাংলাদেশের সমান। আর ভগ্নাংশের ব্যবধানে সাতে উঠে যেত তারা।

Leave A Reply

Your email address will not be published.