স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্পন্দন রক্তদান সংঘের স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ

0 ৩২৮
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:  ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্পন্দন রক্তদান সংঘের আয়োজনে স্বেচ্ছায় রক্তদাতা সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত রবিবার (২৬ মার্চ)সকাল ৮ঘটিকা থেকে দিনভর নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচী পরিচালিত হয়।
স্পন্দন রক্তদান সংঘের সভাপতি আরিফ হাসান ইমন বলেন, অসহায়, দুস্থ ও অবহেলিত মানুষদের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ। তাছাড়া আমাদের সংগঠন থেকে রক্ত সংগ্রহ করলে কোন টাকা পরিশোধ করতে হয়না। এ করেন আমার সংগঠনের সকল সদস্যর সহযোগিতায় এর নাম বিভিন্ন এলাকায়  ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
এ সময় স্পন্দন রক্তদান সংঘের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, উপদেষ্টা সদস্য মোঃ রাশেদুজ্জামান আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, প্রচার সম্পাদক শুভ মহন্ত, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইমন, সিয়াম, সিলনসাহ  নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.