স্বামীর জন্য ঐশ্বরিয়ার পরিকল্পনা
বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত জুটি ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চন। সামাজিক অনুষ্ঠান হোক কিংবা অ্যাওয়ার্ড শো মাঝে মধ্যেই অভি ও অ্যাশকে একসঙ্গে দেখা যায়। আবার কখনও তাদের সঙ্গে হাজির থাকেন মেয়ে আরাধ্য। আগামী ৫ ফেব্রুয়ারি ৪২ বছরে পা রাখতে চলেছেন অভিষেক। আর তার আসন্ন জন্মদিনে কোনও সেলিব্রেশন হবে না তা কখনও হয়! জানা গেছে, এবছর স্বামী অভিষেকের জন্মদিন অস্ট্রেলিয়াতে সেলিব্রেট করার পরিকল্পনা করছেন ঐশ্বরিয়া। এরই মধ্যে নাকি শুরু হয়ে গিয়েছে তার তোরজোড়।আর অবশ্যই অভিষেক ও ঐশ্বরিয়া সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে অস্ট্রেলিয়া যাচ্ছে তাদের কন্যা আরাধ্যও। তবে তাদের সঙ্গে বচ্চন পরিবারের অন্যান্যরাও যাচ্ছেন কিনা সেখবর এখনও মেলেনি। এদিকে সম্প্রতি ‘ফানে খান’-এর শুটিং শেষ করেছেন ঐশ্বরিয়া। সেখানে অনিল কাপুরের সঙ্গে দেখা যাবে তাকে। অন্যদিকে খুব শিগগিরই অনুরাগ কাশ্যপের ‘মনমরজিয়া’ ছবির শুটিং শুরু করবেন অভিষেক।