সড়ক পরিবহণ আইনের কার্যকারিতা সম্পর্কে পুঠিয়ায় সচেতনতা মূলক সভা

0 ২৫৩

পুঠিয়া প্রতিনিধি : ‘জীবনের আগে জীবিকা সড়ক দূঘর্টনা আর নয়’ শ্লোগানে সড়ক পরিবহণ আইন-২০১৮ এর কার্যকারিতা সম্পর্কে রাজশাহীর পুঠিয়ায় সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেল ৪ টায় রাজশাহীর পুঠিয়ায় অবস্থিত রাজশাহী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্যলয়ের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ পুঠিয়া-দূর্গাপুর আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন, পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম শাহিদ, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জাম, পুঠিয়া পৌর মেয়র রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী, রাজশাহী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটল প্রমুখ।#

Leave A Reply

Your email address will not be published.