হংকং ইস্যুতে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: হংকং ইস্যুতে চীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিল পাস করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) কণ্ঠভোটে বিল পাস হয়।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৫ অক্টোবর) বিল পাস হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
পাস হওয়া বিলটি হংকংয়ে ছড়িয়ে পড়া আন্দোলন ও কানাডা সরকারের সঙ্গে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের শীষ কর্মকর্তা মেং ওয়ানঝুর প্রত্যার্পন নিয়ে চীনের সঙ্গে বৈপরীত্য বিষয়ক।
ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের সদস্যরা চাইছেন, হংকংয়ে চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে চীনের বিরুদ্ধে যেন আগ্রাসী ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে উঠেছে চীন। দেশটির পররাষ্ট্র দফতর থেকে দেওয়া বিবৃতিতে তারই প্রমাণ মিলেছে।
বিবৃতিতে চীনের পররাষ্ট্র দফতর জানিয়েছে, হংকংয়ের আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের নাক গলানো মোটেই পছন্দ করছে না বেইজিং।
প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলে বলা হয়েছে, হংকং তার স্বায়ত্তশাসন ধরে রাখার পাশাপাশি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিসেবে বিশেষ সুবিধা পাচ্ছে সে বিষয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিবেদনের প্রয়োজন হবে।