হজ পালনে সৌদির পথে খালেদা
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার বিকাল ৫টা ২৮মিনিটে সৌদি এয়ারলাইন্সে তিনি রওনা দেন। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন উপদেষ্ঠা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার, গৃহপরিচালিকা ফাতেমা বেগম।
হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাতে এসময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রেকিংনিউজ