হাই হিল ব্যবহারে কী কী বিপদ বাড়তে পারে

0 ১,৪৫৩

লাইফস্টাইল ডেস্ক : আজকাল মেয়েরা ভীষণ ফ্যাশন নিয়ে প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করেন৷ পোশাকের সঙ্গে মানানসই হাই হিল জুতো তাদের চাইই চাই৷ র‍্যাম্প মডেল থেকে শুরু করে সাধারণ মেয়েরা সবাই পরেন এই হাই হিল। সৌন্দর্যের অন্যতম মাপকাঠি হিসেবে উচ্চতাকে ধরা হয়। তাই জুতার হিলের চাহিদাও বেড়ে গেছে দ্বিগুন ভাবে।

কিন্তু ‘সৌন্দর্যবর্ধক’ এই আপাত নিরীহ বস্তুটি সম্পর্কে সতর্ক বাণী দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, হাই হিলে হাই রিস্ক! সৌন্দর্য বাড়াতে বেশি উঁচু হিল পরলে হাঁটুর এবং পায়ের ক্ষতি হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.