হান্নান শাহ’র মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহ’র লাশ ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ আনা হয়।
বিমানবন্দরে লাশ গ্রহণের সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় আরও উপস্থিত ছিলেন হান্নান শাহের পরিবারের সদস্যরাও।
বিমানবন্দরে সাংবাদিকদের আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা এই জাতীয় নেতার মৃত্যুতে শোকাহত। তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তার এই মৃত্যুতে আমাদের যে শোক, সেই শোককে শক্তিতে পরিণত করে স্বৈরাচার সরকারের পতনকে তরান্বিত করব।
বিমানবন্দর থেকে হান্নান শাহ’র লাশ তার মহাখালীর ডিওএইচএসের বাসায় নেওয়া হচ্ছে। সেখানে রাত ৮টায় লাশ দেখতে যাবেন খালেদা জিয়া। এরপর লাশ সিএমএইচ হাসপাতালের হিমাগারে রাখা হবে।