হালেপ ফাইনালে ওস্টাপেনকোর সামনে
খেলাধুলা ডেস্ক : ৩ বছর পর আবার লাল সুড়কির রাণী হওয়ার সামনে সিমোনা হালেপ৷ শুক্রবার ফিলিপ শাতিয়ের কোর্টে মহিলাদের সিঙ্গলসে কারোলিনা পিসকোভাকে হারিয়ে(৬-৪,৩-৬,৬-৩) ফাইনালে উঠেছেন রোমানিয়ান তারকা৷ ফাইনালে তিনি খেলবেন জেলেনা ওস্টাপেনকোর বিরুদ্ধে৷
তিন সেটের লড়াইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই পিসকোভার বিরুদ্ধে ম্যাচ জিতে নেন বিশ্বের পাঁচ নম্বর হালেপ৷ সেমিফাইনালে মহাকাব্যিক ম্যাচ জেতার পর এ’ম্যাচে প্রথম থেকেই দাপট দেখান রোমানিয়ান তারকা৷ দ্বিতীয় সেট জিতলেও তাঁকে আটকাতে পারেননি পিসকোভা৷ তিন বছর পর আবার ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন ৷ এই ম্যাচ জিতলে তিনিই হবেন বিশ্বের একনম্বর৷ ফাইনালের ওঠার পর হালেপ বলেন, ‘আমি অত্যন্ত খুশি৷ এখন আমি অনেক পরিণত৷ ফাইনাল জেতা ছাড়া ভাবছি না৷’খবর কলকাতা।