হিরো জায়েদ খান এর জন্মদিনে শাবনুর
আলমগীর,বিনোদন :
পর্দায় না থাকলেও চলচ্চিত্রের বন্ধুদের সঙ্গে ভালোই কাটছে শাবনূরের সময়। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছেন এ নায়িকা। এরপর একাধিকবার প্রকাশ্যে এসেছেন তিনি।
রোববার এফডিসিতে হাজির হন শাবনূর। উপলক্ষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের জন্মদিন। অবশ্য অনেক তারকাই উপস্থিত ছিলেন। তাদের মাঝে সবার মনোযোগ আকর্ষণ করেন ঢাকাই সিনেমায় সর্বশেষ সুপারস্টার এ নায়িকা।
এর আগে নব নির্বাচিত শিল্পী সমিতির কমিটিকে শুভেচ্ছা জানাতে এফডিসিতে হাজির হয়েছিলেন শাবনূর। উপস্থিত হন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ এর মহড়ায়। তবে মূল অনুষ্ঠানে তাকে দেখা যায়নি।
বছর দুই আগে অসমাপ্ত সিনেমা ‘পাগল মানুষ’-এর জন্য সিনে ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর। এরপর দেখা যায় একটি বিজ্ঞাপনে। বেশ কয়েকবার নতুন সিনেমার কথা শোনা যায়। কিন্তু অসুস্থতা ও মুটিয়ে যাওয়ার কারণে পিছিয়ে যায় কামব্যাক।
বর্তমানে শাবনূরের অপেক্ষায় আছে ‘এত প্রেম এত মায়া’ সিনেমার টিম। এ নায়িকার অংশ ছাড়া মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটির সব শুটিং শেষ।
সম্প্রতি ওজন ঝরিয়েছেন শাবনূর। আশা করা হচ্ছে, শিগগিরই সিনে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।