‘হেলমেট ছাড়া দেখালে তেজ, জওয়ানের কপালেও ব্যান্ডেজ’

0 ২৩০
সংগৃহীত

বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলছে ‘জওয়ান’। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে অনুরাগীদের ব্যাপক উন্মাদনা ছিল। কারণ, সিনেমাটি শাহরুখ খানের।

মুক্তির পরে সেই উন্মাদনার প্রমাণ মিলেছে বক্স অফিস ব্যবসার পরিসংখ্যানে। শাহরুখের এই সিনেমা বলিউডের ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটি আয়কারী হিসেবে শীর্ষে উঠে এসেছে।

জওয়ান সিনেমায় শাহরুখ খানের ব্যান্ডেজ পরিহিত একটি দৃশ্যের পোস্টার সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।

এবার ওই পোস্টার নিয়ে অভিনব এক প্রচারণা চালিয়েছে কলকাতা পুলিশ। তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি পোস্ট করে লেখা হয়, ‘হেলমেট ছাড়া দেখালে তেজ, জওয়ানের কপালেও ব্যান্ডেজ’।

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। যদিও অনেক আগে থেকেই কলকাতা পুলিশ নানানভাবে সচেতনামূলক প্রচারণা করে আসছে এই পেজ থেকে। এরই প্রেক্ষিতে বিষয়টি বেশ সচেতনভাবেই নিয়েছে শাহরুখ-ভক্তরা। যদিও ছবির এক পাশে ডন-২ এর সঙ্গে কোলাজে রাখা হয়েছে হেলমেট ছাড়া শাহরুখের বাইক চালানোর ছবি।

প্রসঙ্গত, শাহরুখ ছাড়া ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

Leave A Reply

Your email address will not be published.