হোম সিরিজে দর্শক কি থাকছে?
গত বছরের মার্চের পর দেশের মাটিতে আর কোন ক্রিকেট ম্যাচ হয়নি। দীর্ঘদিন পর ফের দেশের মাটিতে ফিরেছে ক্রিকেট। ২০ জানুয়ারি দীর্ঘবিরতির অবসান ঘটতে যাচ্ছে টাইগারদের।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক ম্যাচ গড়ানোর অপেক্ষায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। যে কারণে সিরিজটি ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা আর কৌতূহল থাকতেই পারে। ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছে– উইন্ডিজ সিরিজের ম্যাচগুলো গ্যালারিতে বসে দেখা যাবে কিনা।
জানা গেছে, এ সিরিজের কোনো ম্যাচই গ্যালারিতে সাধারণ দর্শক প্রবেশে অনুমতি থাকছে না। করোনার বিধিনিষেধ মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গেল বছরের শেষদিকে অনুষ্ঠিত দুই টুর্নামেন্টের মতোই দর্শকহীন থাকবে গ্যালারি। বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। একই নিয়ম থাকছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও।
করোনার সংক্রমণ রোধে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে শনিবার সাংবাদিকদের বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কোনো ম্যাচে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি নেই। তবে পালাক্রমে কিছু সাবেক ক্রিকেটার, অধিনায়ক, অতিথি, স্পন্সরদের আমরা আমন্ত্রণ জানাব। তবে এটি খুবই সীমিত পরিসরে হবে।
প্রসঙ্গত, ২০ জানুয়ারি মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ লড়াই। ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। ২৫ জানুয়ারি শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর পর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।