১১৫ ফুট থেকে ধেয়ে আসল বল

0 ৮১১

suarez-skillখেলাধুলা ডেস্ক : ৩৫.২৭ মিটার উচ্চতায় উঠে গেল ক্রেন৷ অর্থাৎ ১১৫.৭১ ফুট প্রায়৷ এহেন উচ্চতা থেকেই বল ফেলা হল নীচে৷ অনায়াসে সেই বল জমে গেল লুইস সুয়ারেজের পায়ে৷ অসাধারণ বল কন্ট্রোল দেখালেন বার্সেলোনার স্ট্রাইকার৷ যা দেখে হতবাক লিও মেসিও৷ অ্যাডিডাসের নতুন ‘গ্লেমডেপ্লাস ভিডিও’তে সুয়ারেজকে এভাবেই পাওয়া গেল৷ তাঁকে সঙ্গ দিলেন দুই ফ্রি-স্টাইলারও৷ ভিডিওটি নীচে দেওয়া রইল৷ গত মরশুমে লা-লিগার সর্বোচ্চ স্কোরারের ফ্যানেদের কাছে এই ভিডিও অবশ্যই ‘ট্রিট টু ওয়াচ৷’

Leave A Reply

Your email address will not be published.