১২ বলে ৬ ছক্কা হাঁকালেন আন্দ্রে রাসেল
খেলাধুলা অনলাইন ডেস্ক : আইপিএলে ঘরের মাঠে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে এক টনের্ডো ইনিংস খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
সোমবার রাতে ইডেন গার্ডেনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে মাত্র ১২ বল খেলে ৪১ রান করেন রাসেল। তার এই ইনিংসে ৬টি ছক্কার মার রয়েছে। বাকি ৫টি রান তিনি দৌঁড়ে নেন।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রান করে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.১ ওভারে ১২৯ রানে অলআউট হয় দিল্লি।
৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে কলকাতা এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ব্রেকিংনিউজ/