১৪ অক্টোবর চোখের দেখা’র মুক্তি

0 ৮৪২

choker-dekhaআলমগর,বিনোদন :
‘চোখের দেখা’ নামে সিনেমাটি মুক্তি পাবে ১৪ অক্টোবর।
অনেক দিন পর মুক্তি পেতে যাচ্ছে ‘এক টাকার বউ’, ‘আমার প্রাণের স্বামী’ ও ‘ভালোবাসা আজকাল’-খ্যাত নির্মাতা পিএ কাজলের নতুন সিনেমা।
সোশ্যাল-অ্যাকশনধর্মী সিনেমাটির জন্য প্রথমবারের মত জুটি হয়েছেন সাইমন সাদিক ও অহনা। খলনায়ক হিসেবে আছেন শতাব্দী ওয়াদুদ।
সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে। ইতোমধ্যে অনলাইনে প্রকাশ হয়ে প্রশংসিত হয়েছে একাধিক গান।
‘চোখের দেখা’য় সাইমনকে পাওয়া যাবে ক্রিকেট পাগল এক তরুণের চরিত্রে। অন্যদিকে অন্ধ তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন অহনা।

‘চোখের দেখা’ সম্পর্কে সম্প্রতি পিএ কাজল জানান, তরুণ প্রজন্মকে লক্ষ্য করে সমসাময়িক ঘটনাপ্রবাহে মৌলিক গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।

পাশাপাশি সাইমন, অহনা ও শতাব্দীর অভিনয়ের প্রশংসাও করেন তিনি।

কুশলি ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যও করেছেন কাজল। আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, শামস সুমন ও জ্যাকলিন মিথিলা।

Leave A Reply

Your email address will not be published.