২০২০ সালের গ্র্যামির মঞ্চে গ্রামোফোন পেলেন যারা

0 ৩৫৪

বিনোদন ডেস্ক: লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে আয়োজিত হল ২০২০ সালের গ্র্যামি পুরস্কার বিতরণ অনুষ্ঠান। লিজো, আশারের মতো আরও অনেক নামজাদা শিল্পীদের পারফর্মেন্সের মধ্যেই তারকারা শ্রদ্ধা জানালেন রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট ও তার তেরো বছরের মেয়ে জিয়ানাকে।

দেখে নেয়া যাক কারা পেলেন এবছর আন্তর্জাতিক সংগীতের মঞ্চে শ্রেষ্ঠত্বের সম্মানঃ

  • শ্রেষ্ঠ র‌্যাপ অ্যালবাম—IGOR, টাইলার, দ্য ক্রিয়েটর
  • শ্রেষ্ঠ র‌্যাপ পারফর্মেন্স—Racks in the Middle, নিপসে হাসেল
  • শ্রেষ্ঠ র‌্যাপ গান— A Lot, ২১ স্যাভেজ-এর।
  • শ্রেষ্ঠ আর অ্যান্ড বি অ্যালবাম— অ্যান্ডারসন পাক-এর Ventura
  • শ্রেষ্ঠ আর অ্যান্ড বি গান—পি জে মর্টন-এর Say So
  • শ্রেষ্ঠ আর অ্যান্ড বি পারফর্মেন্স— অ্যান্ডারসন পাক-এর Come Home
  • শ্রেষ্ঠ আরবান সমসাময়িক অ্যালবাম—লিজো-র Cuz I Love You
  • শ্রেষ্ঠ পপ ভোকাল অ্যালবাম— বিলি এইলিশ-এর When We All Fall Asleep, Where Do We Go?
  • শ্রেষ্ঠ পপ সোলো অ্যালবাম—লিজো-র Truth Hurts
  • শ্রেষ্ঠ পপ ডুয়ো/ গ্রুপ পারফর্মেন্স— লিল নাস এক্স-এর Old Town Road
  • শ্রেষ্ঠ ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম— এলভিস কস্টেলো অ্যান্ড দ্য ইমপোস্টার্স-এর Look Now
  • শ্রেষ্ঠ রক অ্যালবাম— কেজ দ্য এলিফ্যান্ট-এর Social Cues

  • শ্রেষ্ঠ রক গান—গ্যারি ক্লার্ক জুনিয়র-এর This Land
  • শ্রেষ্ঠ রক পারফর্মেন্স– গ্যারি ক্লার্ক জুনিয়র-এর This Land
  • শ্রেষ্ঠ অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম—ভ্যাম্পায়ার উইকএন্ডের Father of The Bride
  • শ্রেষ্ঠ কান্ট্রি অ্যালবাম— তানিয়া টাকার-এর While I’m Livin
  • শ্রেষ্ঠ কান্ট্রি গান—- তানিয়া টাকার-এর Bring My Flowers Now
  • শ্রেষ্ঠ কান্ট্রি সোলো পারফর্মেন্স— উইলি নেলসন-এর Ride Me Back Home
  • শ্রেষ্ঠ কান্ট্রি ডুয়ো/ গ্রুপ— ড্যান আর শে-এর Speechless
  • শ্রেষ্ঠ ডান্স/ ইলেক্ট্রনিক অ্যালবাম— দ্য কেমিকাল ব্রাদার্স-এর No Geography
  • শ্রেষ্ঠ ডান্স রেকর্ডিং—দ্য কেমিকাল ব্রাদার্স-এর Got To Keep On
  • শ্রেষ্ঠ অপেরা রেকর্ডিং—Picker: Fantastic Mr Fox— বোস্টন মডার্ন অর্কেস্ট্কা প্রজেক্ট; বোস্টন চিলড্রেন’স কোরাস
  • শ্রেষ্ঠ ক্লাসিকাল ইনস্ট্রুমেন্টাল (সোলো)—নিকোলা বেনেদেতি-র “Marsalis: Violin Concerto; Fiddle Dance Suite
  • শ্রেষ্ঠ ক্লাসিকাল সোলো ভোকাল অ্যালবাম— জয়েস দি দোনাতো-র Songplay
  • শ্রেষ্ঠ ক্লাসিকাল কম্পেনডিয়াম— নাদিয়া শপাচেনকো-র The Poetry of Places
  • শ্রেষ্ঠ ছবির গান— বেয়ন্সে স্পাইডার ম্যান হোমকামিং ছবির জন্যে

Leave A Reply

Your email address will not be published.