২০২২-২৩ সালে মার্ভেলের যেসব ছবি মুক্তি পাবে

0 ২৬০

বিনোদন ডেস্ক: ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বিপুল সাফল্যের পর ২০২৩ সালে সম্ভাব্য মুক্তি পেতে চলা একাধিক সুপারহিরো ছবির পসরা প্রকাশ করল ওয়াল্ট ডিজনি স্টুডিও। যদিও, ওই ছবিগুলির নমকরণ এখনও হয়নি বলে জানা গিয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, ২০২২ ও ২০২৩ সালে মোট আটটি সুপারহিরো ছবি মুক্তি পেতে চলেছে। এক কথায় মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ)-এর ভবিষ্যতের ঝলক উঠে এল ডিজনির ঘোষণায়।

খবরে প্রকাশ, নতুন ছবিগুলির মুক্তির সম্ভাব্য তারিখ হল– ৭ অক্টোবর ২০২২, ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ৫ মে ২০২৩, ২৮ জুলাই ২০২৩ এবং ৩ নভেম্বর ২০২৩। এই অনামী প্রকল্পগুলির আগে অবশ্য পূর্ব-ঘোষণা অনুযায়ী, ৬ মে ২০২২ সালে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক প্যান্থার ২’। তার আগে ২০২১ সালে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক উইডো’-র একটি ছবি।

বর্তমানে এমসিইউ-র চলতি চতুর্থ পর্যায়ের তালিকায় যে ছবিগুলি মুক্তি পেতে চলেছে, সেগুলির মধ্যে অন্যতম হল– ‘এটার্নালস’, ‘শাং-চি’, ‘লেজেন্ড অফ টেন রিংস’, ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’, ‘ব্ল্যাক উইডো’ এবং ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’।

Leave A Reply

Your email address will not be published.