২১তম সোনা জিতে কাঁদলেন ফেলপস

0 ১,০১৯

9679_Michael-Phelpsখেলাধুলা ডেস্ক : প্রতিযোগিতায় আসেন, লড়েন ও জিতেন! তার আসা মানেই নিজের থলিতে আরো একটি বিজয় দখল করা। বলছি, জলদানব মাইকেল ফেলপসের কথা। সোনা ও জয় দুটো মানেই তিনি।
নিজের ২০তম সোনার পদক জেতার পরেই আরো একটি সোনা জিতলেন তিনি। তবে ২১তম সোনার পদক গলায় ঝুলিয়ে আবেগে কাঁদলেন এই জলদানব।
গ্যালারিতে দাঁড়ানো পরিবারের সঙ্গে দেখা করেছেন, আদর করেও এলেন শিশুপুত্রকে। তারপর মাত্র মিনিট পাঁচের বিরতি। আবারও পুলে নেমে পড়া, আবারও সোনার পদক জয়! এমন অবিশ্বাস্য কাজ কেবল ফেলপসের পক্ষেই সম্ভব!
আজ রিও অলিম্পিকের পঞ্চম দিনে ২০০ মিটার ফ্রি স্টাইলে রিলে অংশ নিয়ে এ সোনা জেতেন তিনি।
অবসর ভেঙে পঞ্চম অলিম্পিকে এসেছেন এই জলদানব। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে ৩১ বছর বয়সী ফেলপসের ঝুলিতে এখন অলিম্পিকের ২১টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ নিয়ে মোট ২৫টি পদক! ব্রেকিংনিউজ।

Leave A Reply

Your email address will not be published.