২১ আগস্টের কলঙ্ক ‘হাওয়া ভবনের’
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২১ আগস্টের কলঙ্ক বিএনপি তথা তৎকালীন জোট সরকারের। এ কলঙ্ক হাওয়া ভবনের।’
সোমবার বিকেলে রাজধানীর শিল্পকলা একডেমিতে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত ২১ আগস্টে গ্রেনেড হামলা স্মরণে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন, ২১ আগস্ট কলঙ্কজনক ঘটনা। আমি বলব, এ কলঙ্ক কাদের সৃষ্টি? এ কলঙ্ক বিএনপির সৃষ্টি। এ কলঙ্ক তৎকালীন জোট সরকারের। এ কলঙ্ক হাওয়া ভবনের। বিএনপির বর্তমান এবং ভবিষ্যত দুটোই এ কলঙ্কের কালিমা দ্বারা লিপ্ত। জানিনা এ কালিমা তারা (বিএনপি) মুছে ফেলতে পারবে কিনা। তবে এ কলঙ্কিত ঘটনার জনক বিএনপি এবং পাকিস্তান।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘২১ আগস্টের ঘটনায় আজকে বিএনপি মায়াকান্না কাঁদতে পারে। কিন্ত সে সময় এফবিআই, ইন্টারপুল এলো বিচার হলো না। আলামত নষ্ট করে ফেলা হয়েছিল। বিচারপতি জয়নাল আবেদিনকে দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি করা হলো। কে দায়ি? খালেদা জিয়ার চোখে ভারত আর বাংলাদেশ। বাংলাদেশের শেখ হাসিনা দায়ি। তদন্ত কমিটির আঙ্গুলও তাদের দিকে ছিল।’
সেতু মন্ত্রী বলেন, ‘তাদের কথা অনুযায়ী ধরে নিতে হয়, শেখ হাসিনা বোধহয় ২১ আগস্টের দিন সেখানে স্বেচ্ছায় আত্মহত্যা করতে গিয়েছিল।’
তৎকালীন সময়ে গ্রেনেড হামলা নিয়ে সংসদে দাঁড়িয়ে বিএনপির প্রয়াত নেতা ফজলুর রহমান পটল সবচেয়ে বিশ্রী ভাষায় বক্তব্য দিয়েছিলেন বলেও উল্লেখ করেন ওবায়দুল।
দেশের উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে মন্তব্য করে সেতু মন্ত্রী বলেন, ‘২১ আগস্ট প্রাইম টার্গেট ছিল শেখ হাসিনা। আল্লাহ উনাকে বাঁচিয়ে দিয়েছেন। তারপরও তিনি তার এক কানের শ্রবণ শক্তি হারিয়েছেন। অন্য কানে যন্ত্র লাগিয়ে শুনেন। সেদিন যদি শেখ হাসিনাকে হারাতে হতো তাহলে আজকে আমরা কে কোথায় থাকতাম। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি- বর্তমান বিশ্বে সবচেয়ে ঝুঁকি নিয়ে রাজনীতি করে যাচ্ছেন শেখ হাসিনা। এতো কিছুর পরও শেখ হাসিনার নেতৃত্বে শুধু পারমাণবিক বোম ছাড়া সব সূচকে পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে।’
সংগঠনের সভাপতি মোহাম্মদ নিখিলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক আহম্মদ হোসেন ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রমুখ।ব্রেকিংনিউজ