নিজস্ব প্রতিবেদক: পরিবারের পক্ষ থেকে মহানগরীর রিক্সাচালক, অটোরিক্সাচালক, ছিন্নমূল, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ করেছেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের পুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সামাজিক দূরত্ব মেনে রোববার বিকেল সাড়ে ৫টায় শহীদ কামারুজ্জামান চত্বরে পাঁচ শতাধিক ব্যক্তির মাঝে নিজ হাতে ইফতার বিতরণ করেন মেয়র। এসব ইফতার সামগ্রী মেয়রের বাড়িতেই তৈরি করা হয়।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।