৫ জানুয়ারির মতো নির্বাচন চাচ্ছে সরকার : রিজভী

0 ১,৩০০

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার চাচ্ছে এ কে এম নুরুল হুদার মতো একজন দলীয় অনুগত নিবার্চন কমিশন দিয়ে ৫ জানুয়ারি মতো আরো একটি তামাশার নির্বাচন করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে। এই জন্য তারা হারিকেন দিয়ে খুঁজে বহু তামাশা, নাটক করে হুদাকে প্রধান নির্বাচন কমিশন করেছে। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ এবং দলের নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরের রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়বাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও নামক এক সংগঠন।

রিজভি বলেন, কোনো স্বৈরশাসক জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারে না। আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে নয়। সেই নির্বাচন হবে ভয় শঙ্কা ও সন্ত্রাসমুক্ত। ভোটাররা আতঙ্কে দাঁড়িয়ে থাকবে না। আর তাই সেই নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের মুক্তির জন্য যে আন্দোলন, সংগ্রাম শেষ বিন্দু দিয়ে হলেও যা কিছু দরকার জাতীয়তাবাদী দল তা করবে।

Leave A Reply

Your email address will not be published.