অসাম্প্রদায়িক দেশে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে হবে -খাদ্যমন্ত্রী

0 ৬৬
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সে দেশে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শুক্রবার (৩ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের সামড়া গ্রামে ১৬ তম বাউল কীর্ত্তন মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
সাধন চন্দ্র মজুমদার বলেন, স্বাধীনতার সময় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ দেখে যুদ্ধ হয়নি। সকলে মিলেই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলেই আজকে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। যার নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
খাদ্যমন্ত্রী বলেন, এদেশে বসবাসকারী সকল ধর্মালম্বীরা নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ধর্ম নিয়ে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তাদের ঐক্যবদ্ধভাবে এদেশের জণগণ প্রতিহত করবে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, আজকে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে। প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষ যেন ভালো থাকতে পারে সেজন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আগামীতে দেশের মানুষের ভালো থাকার জন্য হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সকলকে আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, জেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.