আইএইএর জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে প্রবেশের বিষয়ে অগ্রগতি হয়েছে : গ্রোসি

0 ১৭৬
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি। ছবি : এএফপি

আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার ইউক্রেনে জাপোরঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বেশ কয়েকটি অংশ পরিদর্শন কাজের ‘অগ্রগতি হচ্ছে’। সেখানে মাইন পুতে রাখা হয়েছে এমন দাবি করার পর আইএইএ আজ শুক্রবার (৭ জুলাই) এই অগ্রগতির কথা জানাল। খবর এএফপির।

এ সপ্তাহের গোড়ার দিকে গ্রোসি বলেছিলেন, এ পর্যবেক্ষণ সংস্থা দুটি চুল্লি ইউনিটের ছাদে প্রবেশের সুযোগ দেওয়ার পাশাপাশি এর টারবাইন কক্ষের অংশ এবং কুলিং সিস্টেম পরিদর্শনের আবেদন জানিয়েছে। তিনি আজ শুক্রবার টোকিওতে বলেন, ‘আমি মনে করি, আমরা এক্ষেত্রে অগ্রসর হচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমরা শীতলীকরণ জলাধার এবং অন্যান্য স্থান পরিদর্শন সম্পন্ন করতে সক্ষম হয়েছি।’

গ্রোসি  বলেন, তারা সেখানে ‘বিস্ফোরক বা কোন মাইন পুতে রাখার ইঙ্গিত দেখতে পাননি। তিনি বলেন, ‘আইএইএ কর্মকর্তারা এখন পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটির ছাদ পরিদর্শন করতে সক্ষম হননি।’ তবে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমরা তা পরিদর্শনের অনুমতি পাব।’

Leave A Reply

Your email address will not be published.