আইএস দুর্বল হলেও এখনো হুমকি-ওবামা

0 ১,৫৯৩

9322_7764963154008_2075351246425আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী দুর্বল হচ্ছে, তবে এখনো এটি হুমকি হয়ে আছে।’
ওবামা বলেন, ‘জিহাদি সংগঠনটি ভূমি হারাচ্ছে, তবে এরা বিদেশে হামলার চালানোর দিকে মনোযোগ দিচ্ছে।’ পেন্টাগনের বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবামা এ কথা বলেন।
পৃথকভাবে, ইরানকে নগদ ৪০০ মিলিয়ন মার্কিন ডলার দেয়া সম্পর্কে ওবামা বলেন, জানুয়ারিতে মার্কিন সেনাদের মুক্তির জন্য এ টাকা দেয়া হয়নি।’
শীর্ষ সেনাবাহিনী এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার ওবামা বলেন, ‘আইএস অপরাজেয় নয়।’
‘আইএস অবশ্যই পরাজিত হবে। সিরিয়ায় স্ব-ঘোষিত রাজধানী রাক্কায়ও নিয়ন্ত্রণ হারাবে। পাশাপাশি ইরাকে তাদের শক্তিশালী ঘাঁটি মসুল হাতছাড়া হবে –বলেন ওবামা।’
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘পুরো বছরজুড়ে সিরিয়া ও ইরাকে আইএস তেমন সফলতা দেখাতে পারেনি। তবে তারা বেশ কয়েকটি বড় বড় হামলার দায় স্বীকার করেছে। যার মধ্যে ইরাক, ফ্রান্স, জার্মানি ও বাংলাদেশের গুলশান হামলাও রয়েছে।’
তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানান ওবামা। আইএস আমেরিকা বা আমাদের ন্যাটো সেনাদের পরাজিত করতে পারবে না। তবে আমেরিকা নিজে নিজে পরাজিত হতে পারে, যদি এর নেতারা ‘খারাপ সিদ্ধান্ত’ নেন। যেমন- বেপরোয়াভাবে সাধারণ মানুষ হত্যা এবং আমেরিকায় প্রবেশকারীদের ধর্মীয় পরীক্ষা করা। -বলেন ওবামা।
সম্প্রতি আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে লিবিয়ায় হামলা চালানো শুরু করেছে আমেরিকা।–বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.